দেখে নিন কোন কোন মার্কেটপ্লেসে কিভাবে কাজ করে অনলাইন থেকে আয় করতে পারবেন।






আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস এ কাজ করে আয় করতে পারবেন।

অনলাইনে কাজ করতে হলে আগে আপনাকে জানতে হবে আপনি কি কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন: আউটসর্সিং, সিপিএ মার্কেটিং, ইউটিউবিং, রাইটিং ইত্যাদি।

আউটসোর্সিং: হল আপনি অন্যের কাজ করে দেওয়ার বিনিময়ে কিছু ডলার আয় করলেন। কাজটা হতে পারে ওয়েবসাইট ডেভোলাপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা সোসাল মেডিয়া মার্কেটিং। এই কাজ গুলো আপনি অনেক প্লাটফর্মে করতে পারবেন তা আমি নিচে উল্লেখ করে দেব।

সিপিএ মার্কেটিং : এটি হল এমন একটি প্লাটফর্ম যেটিতে উন্নত দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পন্যকে প্রোমট করার জন্য সিপিএ মার্কেট প্লেস এ দিয়ে দেয় আপনি যদি পন্য গুলিকে প্রোমট করতে পারেন তাহলে আপনিও কমিশন পাবেন।

ইউটিউবিং: আপনি যদি ভাল মানের ভিডিও বানাতে পারেন তাহলে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করতে পারবেন।

রাইটিং: আপনি যদি ভাল মানের আর্টিকেল লিখতে পারেন তাহলে রাইটিং হতে পারে আপনার আয়ের উৎস।

এবার মার্কেটপ্লেস নিয়ে কথা বলবো।

আউটসোর্সিং: আউটসোর্সিং এর জন্য সবচেয়ে  বড় মার্কেটপ্লেস হল upwork.com  কিন্তু আমি বলবো নতুন অবস্থায় আপনি অনান্য মার্কেটপ্লেসে কাজ করেন কারন upwork অনেক হার্ড।  fiver.com , freelancer.com, 99desing.com, guru.com এই ওয়েবসাইট গুলোতে আপনি শুরু করতে পারেন।

সিপিএ মার্কেটিং: সিপিএ মার্কেটিং এর জন্য অনেক মার্কেটপ্লেস আছে যেগুলোতে আপনি ভাল মানের আয় ক্রতে পারবেন। যেমন: adworkmedia.com, cpagrip.com, cpalead.com, maxbounty.com  ইত্যাদি।

রাইটিং: রাইটিং এর জন্য আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারেন। blogger.com বা wordpress দিয়ে একদম সহজে ভাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

কোন কিছু যদি বুঝতে না পারেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ

No comments

COPY CODE SNIPPET
Powered by Blogger.