আপনিকি SEO তে আপনার ক্যারিয়ার গরতে চান? তাহলে এই পোষ্টটি আপনার জন্য।
SEO |
এসইও (SEO): যার পূর্ন্য রুপ হলো Search Engine Optimization। আমরা অনেকেই হয়তো এসইও তে নিজের ক্যারিয়ার গড়তে চাই কিন্তুু
অধিকাংশ সময় সফল হতে পারি না। এর প্রধান কারন হচ্ছে আমরা
আমাদের লক্ষ্য ঠিক করতে পারি না। আমরা নিজেরাই হয়তো জানি না
আমরা কোন পথে হাটছি আর এর শেষ কোথায়। তাই আজ আমি এই বিষয়
সম্পর্কে কিছু শেয়ার করতে চাই।
শিক্ষা
(Learn): শিক্ষার কোন বিকল্প নেই। সেটা আমরা সবাই জানি। আপনি যেই বিষয়েই সফল হতে
চান আপনাকে প্রথমে সেই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। আপনি গুগল ও ইউটিউব থেকে শিখেতে পারেন।
পোর্টফলিও
(Portfolio) :Portfolio জিনিসটা কী অনেকে হয়তো
জানেন ই না । Portfolio
হচ্ছে আপনি যে কাজটি শিখেছেন সেটার নমুনা। এখন প্রশ্ন করতে পারেন, আমিতো নতুন এখন কোন কাজ করিনি তাহলে পোর্টফলিও কোথায় পাবো?
আপনি কাজ শেখার পরে যদি Practice
করে থাকেন সেটাকেই পোর্টফলিও হিসেবে কাজে লাগান। বায়ার আপনার বাসায় দেখতে আসবে না যে আপনি কিভাবে পোর্টফলিও তৈরি
করলেন।
অনুশীলন ( Practice): আপনি যদি শুধু কাজ শিখে ঘরে বসে বসে সফল হবার কথা চিন্তা করেন, তাহলে বুঝতে হবে আপনি এখনো......।
কোন বিষয়ে সফল হতে হলে সেই বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। সে জন্যই অনুশীলনের কোন বিকল্প নেই।
Overview : ওভারভিউ হচ্ছে আপনি কি কি কাজ জানেন, কত বছর ধরে কাজ করছেন, বা আপনার কাজ করার কৌশলের সংক্ষিপ্ত বর্ননা। একজন
বায়ার প্রথমে এসেই আপনার প্রফাইলের ওভারভিউ চেক করবে। তাই
আপনাদের কাজ পাবার ৬০% নির্ভর করে আপনাদের ওভারভিউ কতটা বায়রের মন কারতে পারে
সিটার উপর। তাই অবশ্যই এটা খুব সহজ ও স্বাবলিল ভাষার হতে হবে। যাতে বায়ারের পড়তে ও বুঝতে সুবিধা হয়।
ফ্রিলেন্স
মার্কেটপ্লেস ( Freelance Marketplace): ফ্রিলেন্স
মার্কেটপ্লেস বলতে আমরা শুধু বুঝে থাকি Upwork, Freelancer। কিন্তুু এগুলো ছাড়াও অসংখ্য Marketplace রয়েছে। যেমন: Fiverr,
Peoplesperhour, Contentmark, Microworker ইত্যাদি। আমি নিচে প্রধান দুটি মার্কেটপ্লেস এর সম্পর্কে ধারনা দিব।
আপওয়ার্ক
(Upwork): বর্তমানে সবচেয়ে উত্তম
ফ্রিলেন্স মার্কেটপ্লেস হলো Upwork। এখানে আপনি ভাল মানের বিড
করে খুব সহজেই কাজ নিতে পারবেন। কিন্তুু অবশ্যই আপনাকে খুব
ভালো মানের কাজ জানতে হবে।
ফ্রিলেন্সার
(Freelancer.com): আপওয়ার্ক ও
ফ্রিলেন্সার ডট কম দুটোই একই ধরনের Marketplace। যেখানে আপনাকে বিড করে নিজের যোগ্যতার প্রমান দিয়েই কাজ নিতে হবে।
ফাইভার (Fiverr.com): ফাইভার এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি ফাইভরেও অনেক ভাল মানের আর্ন করতে পারবেন।
ভাগ্য
(Luck) : পৃথিবীতে আপনি যাই করেন না
কেন আপনাকে নিজের ভাগ্যের সাথে হার মানতেই হবে। তাই
বলে কি ভাগ্যের দোষ দিয়ে বসে থাকবো? না। গুনিজনরা বলে গেছেন তুমি হয়তো তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না
কিন্তুু নিজের অভ্যাস পরিবর্তন করতে পারবে। আর
তোমার অভ্যাসই তোমার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। তাই
কোন কিছুতে হাল না ছেড়ে দিয়ে চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ
সফলতা একদিন আপনার কাছে ধরা দিবেই।
No comments